RG Kar Case: আরজি কর-কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের 'রাত দখল', আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ

Continues below advertisement

রাজ্যজুড়ে রাত দখলের পর এবার ভোর দখল। শিলিগুড়ির রাস্তায় গানে-স্লোগানে প্রতিবাদে মানুষ। 

এক মাস পার, অধরা বিচার। আর জি কর-কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের রাত দখল। কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। 

রাতের রাজপথে জ্বলল মশাল। শ্যামবাজার থেকে সোদপুর, ১৪ কিলোমিটার মানব বন্ধন। লক্ষ কণ্ঠে এক স্বর, জাস্টিস ফর আর জি কর।

সিবিআই তদন্তের মধ্যেই হস্টেলের ঘরের তালা ভেঙে তাণ্ডব বহিরাগতদের। এবিপি আনন্দে চাঞ্চল্যকর অভিযোগ আর জি করের ইন্টার্ন চিকিৎসকের।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পদত্যাগ জহর সরকারের। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার ঘোষণা। রাজনীতি ছাড়ারও ইচ্ছেপ্রকাশ। জহরকে ফোন মমতার। তবু সিদ্ধান্তে অনড়।

জহর-বিদ্রোহে তৃণমূলে ডামাডোল। জহরের বার্তা, নিতে হবে সতর্কতা, অভিষেককে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার। অভিষেকের ছবি দিয়ে পোস্টের বন্যা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram