Sandip Ghosh:সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ন্যাশনাল মেডিক্যালেও, 'সরকারি হাসপাতালে বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে..'

Continues below advertisement

Sandip Ghosh RG Kar Case: সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজেও। সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে, সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফরের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। শনিবার রাতে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় । সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে CBI। এর আগে এই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করে এই এজেন্সি। আর জি কর হাসপাতালে একাধিক ভেন্ডরকে বেআইনিভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এমন অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই প্রথম নয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রথম অভিযোগ উঠেছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে, সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফরের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

ন্যাশনাল মেডিক্যাল কলেজের, অর্থপেডিক বিভাগের অ্য়াসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সন্দীপ ঘোষ। পরে, তাঁকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখান থেকে ২০১৭ সালে সন্দীপ ঘোষকে করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজের MSVP বা মেডিক্য়াল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল। সেই সময়ই তাঁর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ওঠে। উপাধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ করেন প্রশান্ত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেখানে তিনি অভিযোগ করেন যে, কর্তৃপক্ষের থেকে অনুমতি না নিয়ে, নিয়ম ভেঙে ২০১৯ সালের ডিসেম্বরে, দুবাই সফর করেছিলেন সন্দীপ ঘোষ।এই সফরের খরচ বহন করেছিলেন একজন নির্দিষ্ট সাপ্লায়ার। ABP Ananda LIVE

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram