RG Kar Doctors Protest: 'কোনও রোগীকে বঞ্চিত করা ঠিক নয়, জুনিয়র ডাক্তাররা ভাবুন', বললেন চন্দ্রিমা
ABP Ananda LIVE: 'খোলা মন নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনার জন্য বসেছিলেন'। 'তাহলে কী পিছনে কী কোনও রাজনীতি লুকিয়ে আছে?' 'আড়াই ঘণ্টা আগে মেল করেছিলেন মুখ্যসচিব'। 'কিন্তু সেই মেলের উত্তর এল ২ ঘণ্টা পরে'।'কোনও শর্ত দিয়ে আলোচনা হয়নি' । 'পিছনে কোনও রাজনীতির খেলা আছে, তাই এত সময়, এত শর্ত'। জুনিয়র ডাক্তারদের অনড় অবস্থানের নেপথ্যে রাজনীতি দেখছে সরকার। কোনও রোগীকে বঞ্চিত করা ঠিক নয়, জুনিয়র ডাক্তাররা ভাবুন। রাজনীতির উস্কানিতে পা দেবেন না, জুনিয়র ডাক্তারদের বার্তা সরকারের।
'সাধারণ মানুষ কাছে-দূরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার, জল প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষদের জন্য কিছু করা হয়ত তাঁর সামর্থ কম কিন্ত তাঁরা ইচ্ছেটি প্রবল। একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীদের হাওয়া করছেন যাতে কারুর গরম না লাগে। তিনিও কিন্তু এই আন্দলনের একজন আন্দোলনকারী। এইটার পিছনে মনে হয় না কোনও রাজনীতি আছে। প্রত্যেক মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেক মানুষের একটি নিজস্ব নিজস্ব রাজনীতি আছে কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই, কোনও রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন', মন্তব্য জুনিয়র চিকিৎসকের।