RG Kar: সব দেখেও কী ভাবে চোখ বুজে থেকেছে স্বাস্থ্য দফতর? বৈঠকে ১৩৭ পাতার নথি দিলেন জুনিয়র ডাক্তাররা
ABP Ananda Live: 'কী ভাবে আর জি কর মেডিক্যালে দুর্নীতি? সব দেখেও কী ভাবে চোখ বুজে থেকেছে স্বাস্থ্য দফতর', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩৭ পাতার নথি দিলেন জুনিয়র ডাক্তাররা। 'কী ভাবে ঘনিষ্ঠদের হাসপাতালের টেন্ডার দিতেন সন্দীপ ঘোষ? বেশি দাম দেখিয়ে হাসপাতালের যন্ত্রাংশ কিনেছেন সন্দীপ ঘোষ', নবান্নের বৈঠকে নথি তুলে দিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের। মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে।
লাইভ স্ট্রিমিং-এর প্রশ্নে এর আগে বারবার ভেস্তে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। সোমবার আচমকা, জুনিয়র চিকিৎসকদের দাবি ছাড়াই বৈঠকের 'লাইভ স্ট্রিমিং' করল রাজ্য সরকার। গত ১২ সেপ্টেম্বর নবান্নে পৌঁছেও লাইভ স্ট্রিমিং-এর শর্তেই কার্যত ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। স্বাস্থ্যভবনের বাইরে ধর্না অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছেও ফিরে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তার আগে দেখা গিয়েছিল এই লাইভ স্ট্রিমিং নিয়েই রাজ্য ও আন্দোলনকারীদের মধ্যে মতানৈক্য। বৈঠকের আগে বিস্তর ই-মেল চালাচালি হয়। ডাক্তার ও সরকারের মধ্যে কার্যত 'পত্র-যুদ্ধ' চলে। তারপর সরকার লাইভ স্ট্রিমিং-এ রাজি না থাকাতেই ভেস্তে গিয়েছিল বৈঠক।
এরপর ১৪ সেপ্টেম্বর ফের ভেস্তে যায় বৈঠক। সেদিন প্রস্তাবিত বৈঠক স্থল ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্য়মন্ত্রীর বাড়ির দুয়ারে পৌঁছেও ফিরে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। লাইভ স্ট্রিমিংয়ে সরকারের আপত্তি থাকায় তাঁরা ভিডিওগ্রাফার নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু বাইরে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের কথাও হয়। কিন্তু, বৈঠক হয়নি। বরং তীব্র হয় সংঘাত।