RG Kar news: অনিকেত, আলোক, অনুষ্টুপ,পুলস্ত্যর পর অনশন মঞ্চে অসুস্থ আরও এক। আচমকা সংজ্ঞাহীন তনয়া পাঁজা
RG Kar News: ধর্মতলায় চলছে আমরণ অনশন। অনশনমঞ্চে অসুস্থ তনয়া পাঁজা। আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল রাজ্য। বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা। চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রীকে একের পর এক চিঠি চিকিৎসক সংগঠনগুলির, প্রয়োজনে চরম পদক্ষেপের হুঁশিয়ারি। এই অবস্থায় আগামীকাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি।
'৬-৭ দিন অনশন করেই রক্ত বমি? বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে!' এক্স হ্যান্ডলে এই পোস্ট করে বিতর্ক বাধালেন তৃণমূল নেতা। 'যিনি পাঁড় মাতাল বলেছেন, তাঁকে যদি কেউ পাঁড় মূর্খ বলেন, তাহলে তিনি যেনা গায়ে না লাগান'- পাল্টা জবাব দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশন চলছে। কেউ অসুস্থ হচ্ছেন, আবার সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন। এইভাবেই চলছে আন্দোলন। দিনে দিনে বাড়ছে ঝাঁঝ। এরইমধ্য়ে অনশনকারীদের অসুস্থতাকে ব্য়ঙ্গ করে তীব্র বিতর্কে জড়ালেন তৃণমূলের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, এতদিন এত লোকে অনশন করেছে, কারও রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু ৬-৭ দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন? তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসঙ্গে কেন হচ্ছে? এর একটাই কারণ হতে পারে, যদি কারও কোনও গ্য়াসট্রাইটিস বা লিভারের সমস্যা থাকে। আগে থেকেই গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা কী থেকে হতে পারে? যদি ভীষণ ভাবে অ্যালকেহলিক হয় বা অত্যধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসাথে বসে আমরণ অনশন করছে!