RG Kar Doctor Death Case: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ কল্যাণীতে জুনিয়র ডাক্তারদের কনভেনশনই স্থগিত
ABP Ananda Live: কল্যাণী মেডিক্যাল কলেজ থেকেই এমবিবিএস পাস করেছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসক। তারপরে আর জি কর মেডিক্যাল কলেজে এমডি করতে যান তিনি। সেখানেই নৃশংস নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয় চিকিৎসককে। সেই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় সুবিচারের দাবিতে আজ গণ কনভেনশনের আয়োজন করেছিলেন কল্যাণী মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। এই মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামেই কনভেনশনের অনুমতি চেয়েছিলেন উদ্যোক্তারা। অনুমতি দিয়েও ছিলেন অধ্যক্ষ। শেষ মুহূর্তে অনুমতি বাতিল করে উদ্যোক্তাদের ইমেল করেন কল্যাণী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। তিনি লেখেন, গণ কনভেনশনে প্রচুর বিদ্যুতের সরঞ্জাম ব্যবহার হবে। প্রাকৃতির দুর্যোগের কারণে তাতে বিভ্রাট হতে পারে। বিষয়টিকে মাথায় রেখে, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কায় এসি, লাইট ব্যবহারে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে এই অনুমতি প্রত্যাহার করা হচ্ছে।