RG Kar: ৯ই নভেম্বর একাধিক কর্মসূচি জুনিয়র ডাক্তারদের, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাকও
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের ৮৩ দিন পার, অধরা বিচার । ফের CBI-এর চার্জশিট নিয়ে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। 'বিচারের দাবিতে ৯ নভেম্বর বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি'। ৯ নভেম্বর: আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান জুনিয়র ডাক্তারদের। ৯ নভেম্বর বিকেল ৩: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক WBJDF-এর। ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বান। 'CBI যেভাবে দায়সারা তদন্ত করছে, তাতে জামিন পেয়ে যেতে পারে অভিযুক্তরা' 'আর জি কর-কাণ্ডে আর কে বা কারা জড়িত? কবে বের করবে CBI?' 'টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আর কবে চার্জশিট পেশ হবে?' কার নির্দেশে তথ্যপ্রমাণ নষ্ট করা হল? CBI-কে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের।
পরীক্ষার্থীদের হাজারো পরিশ্রম কি গেল জলে ? স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার গঠনের খুব কাছাকাছি পৌঁছে বড় ধাক্কা ! স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ । উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র । মাথায় হাত পরীক্ষার্থীদের। সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর।
এমন ঘটনায় কলেজ গুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা , 'গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি'।