Tele Medicine Service: বিভিন্ন জায়গায় ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু করলেন চিকিৎসকরা

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার বিভিন্ন জায়গায় ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা (Tele Medicine Service) দেওয়া শুরু করলেন চিকিৎসকরা। গতকাল থেকে শুরু হয়েছে এই টেলিমেডিসিন পরিষেবা। এদিন সকাল থেকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন।

কুমোরটুলিতে ক্য়াম্প করেছেন আর জি কর মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা, ধর্মতলায় কলকাতা মেডিক্য়াল কলেজ, শিয়ালদায় এনআরএস, রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চে এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা ক্য়াম্প করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন। বেহালায় জোকা ইএসআই এবং যাদবপুরে কেপিসি মেডিক্য়াল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্য়াম্প করেছেন। ইতিমধ্য়েই মেডিক্য়াল কলেজ ও হাসপাতালগুলি থেকে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এবার চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্য়োগে বিভিন্ন জায়গায় ক্য়াম্প করে এই পরিষেবা দেওয়া শুরু হল।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram