RG Kar News: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের। নবান্নে বিকেল ৫টায় আলোচনার ডাক। '১৫ জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না'। 'বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়'। 'স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে'।
আরও খবর, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর জামিনের আবেদন মঞ্জুর। হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের মানিক ভট্টাচার্যর জামিন। জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানান মানিক। জামিন পেলেও এলাকা ছাড়তে পারবেন না পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পর্ষদের তৎকালীন সভাপতিকে। ২০২২-এর অক্টোবরে গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে।
'খোলা মনে জনগণের সামনে আলোচনা চাই, আমাদের আন্দোলনে রাজনীতির কোনও রং নেই। তিনিই তো শর্ত দিয়ে বলছেন ১২ থেকে ১', মন্তব্য কিঞ্জলের