RG Kar News: যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি, তাহলে আমাদেরকে খোলা মনে আলোচনা করতে হবে: DG
ABP Ananda LIVE: 'শর্ত চাপিয়ে আলোচনা হয় না, রাজনীতি করছেন জুনিয়র ডাক্তাররা'। জুনিয়র ডাক্তারদের শর্তের নেপথ্যে রাজনীতি দেখছে রাজ্য সরকার । 'তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার না চেয়ে চলছে রাজনীতি'। 'খোলা মনে আলোচনা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী'। 'খোলা মনে আমরাও আলোচনা চাই, দাবি না মানলে কীভাবে কথা?আন্দোলনে রাজনীতির কোনও হাত নেই, অভিযোগ উড়িয়ে পাল্টা জুনিয়র ডাক্তাররা 'জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছিলাম'। 'আমরা কী কী কাজ করছি, তা বলা উদ্দেশ্য ছিল' । 'কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও ইতিবাচক সাড়া মেলেনি'। আলোচনার জন্য আমরা অপেক্ষা করছিলাম: মুখ্যসচিব। কোনও শর্ত দিয়ে আলোচনা করা যায় না: মুখ্যসচিব। 'সেরকম কোনও সাড়া না মেলায় আজ বৈঠক হল না'। 'এবার কাজে ফিরুক জুনিয়র ডাক্তাররা, আশা করব ইতিবাচক সাড়া মিলবে'। আশা করবে সুপ্রিম কোর্টের নির্দেশ ওরা মানবে: মুখ্যসচিব। 'হাসপাতালের সুরক্ষা বাড়ানোর কাজ করছে'। 'ওরা কাজে ফিরলেই একটা পরিবর্তন দেখতে পাবে'। সমাধানসূত্র চাইলে খোলা মনে বসতে হবে: ডিজিপি ।