RG Kar Case: আরজি করে সেদিন ঠিক কী হয়েছিল? কী বলছেন ডাক্তাররা? ABP Ananda Live
Continues below advertisement
চেষ্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরি। আরজি করের ঘটনার দিন কী জানতে পেরেছিলেন তিনি? এবিপি আনন্দকে জানালেন, 'আমায় ফোন করে বলল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি চলে আসি। পুলিশকে খবর দেওয়া হয়েছিল আগেই। আমি আসার পরই এমএসভিপি আসেন। তারপর পুলিশ চলে আসে। তারপর আমাদের খুব একটা ঘেঁষতে দেয়নি।' আরজি কর মেডিক্যালে জেনারেল এমারজেন্সিতে কর্তব্যরত ছিলেন তাপস প্রামাণিক। তিনি রাতের ডিউটি সেরে হ্য়ান্ডওভার দিয়ে ৯টায় বেরোন। পরে তিনি ঘটনার খবর পান। তাঁর দাবি, টালা পুলিশ এসে টিকিট বের করেছে ১২টা ৪৪ মিনিটে। এবার তার আগে যিনি দেখেছেন মারা গিয়েছেন, কীভাবে হবে। তাঁর আরও দাবি, ওই ডিপার্টমেন্টের লোকজনের উচিত ছিল ঘটনার পর নেমে এসে নিয়ম মেনে কাজগুলো করা। এবার যদি মেয়েটার বাবা-মা প্রশ্ন করেন ৩ ঘণ্টা ধরে কী করল? এই উত্তর তো এদের কাছে নেই।
Continues below advertisement