RG Kar Update: 'থ্রেট কালচার'- এ অভিযুক্তদের মারধরের অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ! কী বলছেন আন্দোলনকারীরা?

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচারের বিষয়ে তৃতীয় দিনের শুনানি ছিল আজ। আর আজই সারাদিনে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। শুনানিতে আজ ১২ জনকে তলব করা হয়েছিল। তাঁদের মধ্যে ৫ জনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ যখন অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট ঘরে যাচ্ছিলেন তখন তাঁদের দেখে স্লোগানিং শুরু করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। একই ঘটনা ঘটে অভিযুক্তরা বেরনোর সময়েও। অভিযোগ সিআইএসএফ জওয়ানদের সামনেই কয়েকজন অভিযুক্তকে মারধর করা হয়। অভিযোগ তাঁরা যে ট্যাক্সিতে করে বেরোতে যাচ্ছিলেন সেখানেও চড়াও হন আন্দোলনকারীদের একাংশ। এই প্রসঙ্গে আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো জানিয়েছেন, যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেট কালচারের জনক তাঁরা। সেই জায়গা থেকে স্লোগানিং শাউটিং হয়েছে। তবে কোনও অব্যবস্থা বা গায়ে হাত তোলার ঘটনা ঘটেনি। আমরা আইন শৃঙ্খলা, তদন্তকারী কমিটির উপর ভরসা রেখেছি এটা যেমন ঠিক, তেমনই আর যেন কেউ নির্যাতনের শিকার না হন সেই জন্য তদন্তকারী কমিটি যেন দ্রুততার সঙ্গে রিপোর্ট পেশ করে সেই আবেদনও জানিয়েছি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram