RG Kar News: কল্যাণী মেডিক্যালে বাতিল কনভেশন, শুরু বিতর্ক। ABP Ananda Live

Continues below advertisement

Kalyani News: যে মেডিক্যালের ছাত্রী নির্যাতিতা, সেখানেই কনভেনশনের অনুমতি বাতিল! দুর্যোগের কারণ দেখিয়ে অডিটোরিয়াম দিতে চাইল না কল্যাণী মেডিক্যাল। কল্যাণী মেডিক্যালের রেসিডেন্ট ডক্টর্সের উদ্যোগে কনভেনশন। কলেজের অডিটোরিয়ামের অনুমতি দিয়েও শেষমুহূর্তে প্রত্যাখ্যান!'প্রাকৃতিক দুর্যোগের জন্য বিদ্যুতের সরঞ্জাম ব্যবহারে নিয়ন্ত্রণ। ঘূর্ণিঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কায় এসি, লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ। অনুমতি দিয়েও হল বাতিল নিয়ে আজব দাবি কল্যাণী মেডিক্যালের অধ্যক্ষের! মিলল না ক্যাম্পাসে অনুমতি, বাইরের অডিটোরিয়ামে কাল কনভেনশন। কল্যাণী মেডিক্যালেরই ছাত্রী ছিলেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসক। বিচারের দাবিতে কাল আর জি কর মেডিক্যালেও জুনিয়র ডাক্তারদের গণকনভেশন। এর ঘটনার পর জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আর জি করে গণ-কনভেনশন, ফের থ্রেট-কালচারের বিরুদ্ধে সুর চড়ালেন আন্দোলনকারীরা।অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশন। আজ দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আজ নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram