Mamata Banerjee: 'ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়..আমি পদত্য়াগ করতেও রাজি আছি', বললেন মুখ্য়মন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি পদত্য়াগ করতেও রাজি আছি। আমি সিএমের চেয়ার চাই না। ওরা বিচার পাক। বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্য়মন্ত্রী। পাশাপাশি, নবান্নে আসা জুনিয়র ডাক্তারদের কাছে বাইরে থেকে নির্দেশ আসছিল বলেও এদিন অভিযোগ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
আরও খবর...
২ বছরের মাথায়, কলকাতা হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-এর অক্টোবরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি ও তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে জেলে গিয়েছিলেন মানিক। আগেই জামিন পান তাঁর স্ত্রী-পুত্র। জামিন দিলেও এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে তৃণমূল বিধায়ককে।
লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বোঝানো সত্ত্বেও নবান্ন সভাঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী।