RG Kar News: স্বাস্থ্য ভবন চত্বরে ধর্নামঞ্চ থেকে খুলে নেওয়া হল ত্রিপল, পাখা! তোলা হল বায়ো টয়লেটও। ABP Ananda Live

Continues below advertisement

ধর্নার ১০ দিনের মাথায় স্বাস্থ্য ভবন চত্বর থেকে খুলে নেওয়া হল ত্রিপল, পাখা। ধর্নায় থাকা আন্দোলনকারী চিকিৎসকদের ব্যবহারের জন্য রাখা বায়ো টয়লেটও তুলে নেওয়া হল। বিদ্যুৎচালিত পাখা না থাকায় গরমে হাতপাখাই ভরসা আন্দোলনকারী চিকিৎসকদের। অন্য অনুষ্ঠানের যুক্তি দেখিয়ে সব সরানো হচ্ছে, অভিযোগ চিকিৎসকদের। পুলিশের চাপে ধর্নাস্থল থেকে ত্রিপল, পাখা খুলছেন ডেকরেটররা, অভিযোগ আন্দোলনকারীদের। কাউকে কোনও চাপ দেওয়া হয়নি, অভিযোগ খারিজ করে পাল্টা দাবি পুলিশের।

মুখ্যসচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা। 'হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত ১৫ দফা দাবি নিয়ে নির্দেশিকা জারি করুক সরকার, গতকালের বৈঠকে যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলি নির্দেশিকা আকারে জারি করা হোক,' মুখ্যসচিবকে মেল করে আবেদন জুনিয়র ডাক্তারদের। 'এখনও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে তৎপরতা দেখায়নি রাজ্য', থ্রেট কালচার বন্ধ করার বিষয়েও তৎপরতা দেখা যায়নি, অভিযোগ চিকিৎসকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram