RG Kar News: উত্তরপাড়ার পর বৈদ্যবাটী, অনুদান ফেরাল আরও এক পুজো কমিটি
Continues below advertisement
ABP Ananda live: এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান 'প্রত্যাখ্যান'। হুগলির বৈদ্যবাটির সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পুজো অনুদান ফেরানোর সিদ্ধান্ত। সরকারি অনুদান চাই না, চাই বিচার, সিদ্ধান্ত ক্লাব সদস্যাদের।
আরও খবর, উত্তর বাংলাদেশ এবং রাজস্থানে ঘূর্ণাবর্তের জের, ফের আসছে বৃষ্টি। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা। সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। ওই একই দিনে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। য়েকটি জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
Continues below advertisement