RG Kar News: অবশেষে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করল প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে
ABP Ananda Live: আর জি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করল প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে।পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকে। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে এই আফসর আলি খানকে আর জি কর মেডিক্য়ালের বর্তমান অধ্য়ক্ষকে হুমকি দিতে দেখা যায়। এছাড়া বিপ্লব সিংহ এবং সুমন হাজরা নামে আরও দু'জনকে গ্রেফতার করেছে সিবিআই।
আরও খবর, আর জি করকাণ্ডে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। গতকাল, গানে-কবিতায়-স্লোগানেরাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ, আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে, ন'ফুট উঁচু লোহার পাঁচিল তুলে দেয় পুলিশ, ব্য়ারিকেড বাঁধা হয় শিকল দিয়ে। এসব দেখে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, চোদ্দই অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা?