RG Kar News: প্রতিবাদের সুর ক্রমশ চড়ছে, তখন বাস্তিল দূর্গ পতনের প্রতীকী ছবি পোস্ট সুখেন্দুশেখরের
Continues below advertisement
ABP Ananda Live: আর জি কর-কাণ্ড নিয়ে যখন প্রতিবাদ-বিক্ষোভের সুর ক্রমশ চড়ছে, তখন বাস্তিল দূর্গ পতনের প্রতীকী ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। জুলাই মাসে বাস্তিল দূর্গ পতন হলেও, সেপ্টেম্বর মাসে কেন সেই প্রসঙ্গ মনে করালেন তৃণমূল সাংসদ, কীসের দিকে ইঙ্গিত করলেন? উঠছে প্রশ্ন। প্যারিসের বাস্তিল দুর্গের পতনের দিনটিকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে মনে করা হয়। জুলাই, ১৭৮৯...বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। যা জন্ম দিয়েছিল ঐতিহাসিক ফরাসী বিপ্লবের। কিন্তু, বাস্তিল দুর্গের পতন হয়েছিল জুলাইতে। এখন জুলাই, অগাস্ট পেরিয়ে ক্য়ালেন্ডারে সেপ্টেম্বর। তাহলে হঠাৎ এখন এই পোস্ট কেন? এই পোস্টের মাধ্য়মে সুখেনদুশেখর রায় কী ইঙ্গিত করতে চাইলেন? বাস্তিল দুর্গের পতন মনে করালেন তৃণমূল সাংসদ।
Continues below advertisement
Tags :
Health Minister Sukhendu Sekhar Roy TMC Doctors Protest CBI Investigation West Bengal News CALCUTTA HIGH COURT Kolkata Doctor Murder Justice For RG Kar