RG Kar News Live: একাধিক ভাইরাল অডিও ঘিরে প্রশ্নের মুখে রাজ্য়ের স্বাস্থ্য়ব্য়বস্থা
ABP Ananda Live: শুধু আর জি কর নয়, রাজ্য়ের প্রায় সব মেডিক্য়াল কলেজে কি একই কায়দায় চলত থ্রেট কালচার। ভাইরাল একাধিক অডিও ঘিরে প্রশ্নের মুখে রাজ্য়ের স্বাস্থ্য়ব্য়বস্থা। কোথাও শোনা যাচ্ছে হস্টেলে হামলার হুমকি, কোথাও আবার সার্টিফিকেট আটকে দেওয়ার হুঁশিয়ারি।
আরও খবর, সাংবাদিক বৈঠকে অভিযুক্ত সঞ্জয় রায়কে, পুলিশ কমিশনারের সিভিক ভলেন্টিয়ার না বলা। পুলিশের সামনেই আর জি কর হাসপাতালে তাণ্ডব। এফআইআর ঘিরে প্রশ্ন। একের পর এক ঘটনায়, প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা। যা নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পর্যন্ত ক্ষোভপ্রকাশ করেছে। অনেকেই বলছেন, এসবের কারণেই, নাগরিক সমাজের একাংশ পুলিশকেই দায়ী করছেন। ব্য়াখ্য়া দিতে অবশ্য় মরিয়া চেষ্টা করছে লালবাজার। কিন্তু তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কারণ, সেমিনার হলের যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে, আর পুলিশের তরফে যে দুটি স্টিল ছবি সাংবাদিক বৈঠকে দেখানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওয় থাকা দুজন ব্য়ক্তি, যাদের মধ্য়ে একজন লাল টি শার্ট, আরেকজন বেগুনি টি শার্ট পরে আছেন, তাঁদের পুলিশের ছবিতে দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ছবিগুলো কি ক্রপ করা হয়েছে? লালবাজার অবশ্য় এখনও এ প্রশ্নে নিরুত্তর!