RG Kar Protest: স্বাধীনতার মধ্য়রাতে নারী স্বাধীনতার ডাক! ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক! আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' দিকে দিকে চলছে তোড়জোড়।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।
Continues below advertisement
Tags :
RG Kar Medical College RG Kar Medical Student Death RG Kar Student Death Kolkata Medical Student Death