RG Kar: পেরিয়ে গেছে ৩৪ দিন, আর জি কর কাণ্ডের প্রতিবাদ চিত্রটা এখন কেমন ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চিকিৎসকের ধর্ষণ-খুনের পর প্রতিবাদটা শুরু হয়েছিল আর জি কর হাসপাতাল থেকে। তৈরি হয়েছিল জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ। আজ চৌত্রিশ দিন পর সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্য়ের কোণায় কোণায়। প্রতিবাদ দেখা যাচ্ছে দেশ, বিদেশ সর্বত্র
আরও খবর...
আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালাল ED. সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।
লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বোঝানো সত্ত্বেও নবান্ন সভাঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী।