RG Kar Update: অনশনের পক্ষকাল পার, প্রতীকী অনশনে বসেছেন তারকারাও। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar News: ১০ দফা দাবিতে অনশনের পক্ষকাল পার। ১৬ দিন ধরে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। প্রতীকী অনশনে বসেছেন তারকারাও। এখানে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্যালে একজন অনশন করছেন। মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারির পর গতকাল জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যান মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রীও। অনশন প্রত্যাহার করে কাল নবান্নে বৈঠকে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। জুনিয়র ডাক্তারদের ডেডলাইনের মধ্যেই হাজির মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা মুখ্যমন্ত্রীর। অনশন তোলার অনুরোধ, সোমবার নবান্নে বৈঠকের ডাক। ১০ দফা দাবিতে এখনও অনড় অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার যাচ্ছেন নবান্নের বৈঠকে। স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সরাসরি খারিজ করে অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর। হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ জুনিয়র ডাক্তাররা। অনশনমঞ্চে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা মুখ্যমন্ত্রীর। ৩-৪ মাসে মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের আশ্বাস। সপাতালের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সিভিক ভলান্টিয়ারে আপত্তি। সরানোর কাজ চলছে, মামলার জন্য পুলিশে নিয়োগ আটকে, দাবি মুখ্যমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram