RG Kar Protest: 'রাত দখল' আন্দোলনকে সমর্থন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: অন্যদিকে আন্দোলনকে সমর্থন করছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আজ রাতের জমায়েতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখরকে সমর্থন শুভেন্দু অধিকারীর। উল্টো সুর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। 'সমর্থন করে আন্দোলন ভেঙে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়দের পুরনো ছক'। 'আন্দোলনকারীদের তৃণমূলের সমর্থন প্রয়োজন নেই'। সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। রাজনৈতিক নয়, একাই যোগ দেব, পাল্টা জবাব সুখেন্দু শেখরের।

'আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না'।সোশাল মিডিয়ায় একাংশের মিথ্যা প্রচার: মমতা বন্দ্যোপাধ্যায়। 'যখন ঘটনাটা ঘটে, তখন ঝাড়গ্রামে ছিলাম'।'সারারাত ঘুমোইনি, রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম'।'বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি?''১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে'।'প্রমাণ ছাড়া নির্দোষকে কীভাবে গ্রেফতার করব?''ধনঞ্জয়েক ঘটনা মনে আছে তো?''দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান'।'আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম'।'হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, কোনও আপত্তি নেই'।'এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে'।'মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনীতি করবেন না''উত্তরপ্রদেশ, রাজস্থান, মণিপুরের ঘটনার সময় কী ব্যবস্থা নিয়েছিলেন?'হাথরস-উন্নাওয়ে কি করেছিল বিজেপি, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। বানতলার ঘটনা ভুলে গেছে সিপিএম? আয়নায় নিজের মুখ দেখুন, আক্রমণে মমতা। 'নন্দীগ্রামে গুলি চালিয়ে খুন কার আমলে হয়েছিল?''তাপসী মালিককে কারা খুন করেছিল?''কোনটা সঠিক আন্দোলন আমরা ভাল করেই জানি', বেহালার সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram