Sukanta Majumdar: RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রী ও নগরপালকে নিশানা সুকান্ত মজুমদারের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আরজিকর কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী ও নগরপালকে জোর নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সিপি-কে প্রশ্নের কাঠগড়ায় তুললেন। এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানালেন সুকান্ত।

এদিন সুকান্ত মজুমদার বলেন, 'আমাদেরকে চাপ দেওয়া হয়েছিল, যত তাড়াতাড়ি সম্ভব, বডিটাকে পুড়িয়ে দেওয়া হোক। আমরা এই প্রশ্ন তুলেছি। গতকাল সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছে। কেন এত তাড়াহুড়ো, কী লুকোতে চান আপনারা ? এমন কী ছিল ? সাংবাদিক বন্ধুদের বলেছি। আমাদের সিপি সাহেব বিনীত গোয়েল..' এই বলেই সিপি এর নামের বাংলা অর্থ বুঝিয়ে কটাক্ষ করেন। নগরপালের-র নামের বাংলা উচ্চারণ করে সুকান্তর সংযোজন, তিনি এতটাই বিনীত, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করেছেন !

সুকান্ত আরও বলেন, তিনি গেলেন, মৃতদেহ দেখে এসে সাংবাদিক বন্ধুদের কাছে প্রথম যে বক্তব্য রাখলেন, There is no sign of external injury ! অর্থাৎ শরীরের মধ্যে কোনও আঘাত দেখতে পাননি উনি। পরে ময়নাতদন্তের রিপোর্ট এল। আমরা যেটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে বলা হয়েছে, ১৫ টি এক্সটারনাল ইনজ্যুরি আছে ! আপনি নগরপাল হয়ে, এতবছরের পুরনো আইপিএস হয়ে যদি, ১৫ টি এক্সটারনাল ইনজ্যুরি দেখতে না পান , তাহলে আপনার নগরপাল থাকার কোনও যোগ্যতা নেই। আপনার ওই পদ থেকে অপসারিত হওয়া উচিত। অথবা আপনি মিথ্যে কথা বলেছিলেন। যাতে কোনও ভাবেই যেনও এই ঘটনা বাইরে না আসে। ' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram