RG Kar Update: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ, প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া
ABP Ananda Live: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা। মহালয়ার ভোরে বেহালা থানার সামনে অভয়ালয়া। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে সামিল হন নাগরিকরা। পথনাটিকায় অংশ নেন জোকা ESI হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।
আরও খবর, ঢাক-কাঁসর-ধুনুচি নিয়ে গড়িয়া মোড়ে প্রতিবাদ। মহালয়ার ভোরে ঢাকের বোলে, গানের সুরে, নাচের তালে জাস্টিস ফর আর জি কর স্লোগান দেন প্রতিবাদীরা। উত্তরপাড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, প্রদীপ ভাসিয়ে প্রতিবাদ। উত্তরপাড়া গেট ও উত্তরপাড়া সখেরবাজার থেকে মিছিল করে এসে প্রতিবাদীরা জড়ো হন দোলতলা ঘাটে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে মহিষাসুরমর্দিনী শুনে গঙ্গায় প্রদীপ ভাসিয়ে দেন তাঁরা।