Belghoria Police Station: এবার রওশন যাদব হেফাজতে নিল বেলঘরিয়া থানার পুলিশ। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে এবার বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহের শাগরেদ, রওশন যাদব হেফাজতে নিল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশের দাবি, সুবোধের সঙ্গে বিহারের জেলে বসে হামলার ব্লু-প্রিন্ট তৈরি করেছিল রওশন। কীভাবে পরিকল্পনা? জানতে সুবোধ ও রওশনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় বেলঘরিয়া থানার পুলিশ। 

সুবোধ সিংয়ের পর রওশন যাদব। ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে এবার বিহারের গ্যাংস্টারের শাগরেদকে হেফাজতে নিল বেলঘরিয়া থানার পুলিশ। গত ১৫ জুন, দুপুরে জনবহুল বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। পরের দিন ব্যবসায়ী দাবি করেন, বিহার থেকে তাঁকে ফোন করে হমকি দিচ্ছে গ্যাংস্টার সুবোধ সিং। সেই ঘটনায় আগেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের জেরায় উঠে আসে সুবোধ সিংহ ঘনিষ্ঠ রওশন যাদবের নাম। এই সেই রওশন, যার নাম উঠেছিল মণীশ শুক্ল হত্য়াকাণ্ডে। পুলিশ সূত্রে দাবি, সুবোধ সিংয়ের সঙ্গে বিহারের বেউড় জেলে বসে হামলার ব্লু-প্রিন্ট তৈরি করেছিল রওশন।

এর আগে ব্য়বসায়ী তাপস ভকতকে হুমকি-ফোনের অভিযোগে রওশনকে বেউড় জেল থেকে নিয়ে আসে পুলিশ। ধৃতকে ১৪ দিনের হেফাজত পায় টিটাগড় পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram