Sealdah ESI: 'অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে রোগীর', ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উল্লেখ

Continues below advertisement

ABP Ananda LIVE: 'অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে রোগীর' । শিয়ালদা ESI-তে মৃতের ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, পুলিশ সূত্রে খবর । অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়ে উত্তম বর্ধন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে । অগ্নিকাণ্ডের জেরে কারও মৃত্যু হয়নি, দাবি শিয়ালদা ESI কর্তৃপক্ষের

আরও খবর..


এরপর অনশনরত চিকিৎসকদের কাছে কিছুটা সময় চেয়ে নেন তিনি । বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক করতে দিন, একসঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন হবে। ৩-৪ মাস সময় দিন, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন করব। হাসপাতালের উন্নয়নে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে?' 

আগেরবারও যখন স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন মঞ্চে এসেছিলেন, বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছি। আর এবার বললেন, 'দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram