Shankudeb Panda: সাংবাদিক বৈঠকে কেন একটাও নথি দেখাতে পারেন নি? প্রশ্ন শঙ্কুদেব পণ্ডার
Continues below advertisement
'প্রতারণার টাকা সাইফন হয়েছে, দফায় দফায় টাকা নিয়েছেন নুসরত। সেই টাকাতেই ফ্ল্যাট কিনেছেন নুসরত জাহান। ফ্ল্যাটের দলিলে কবে, কত টাকা নিয়েছেন, তা জানিয়েছেন নুসরত'। চেক নম্বর দিয়ে নুসরত জাহানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিজেপির । ৫ লক্ষ, ১১ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২০ লক্ষ, ৩৭ লক্ষ টাকা নিয়েছেন। ১ কোটি ৯৮ লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে, বলছেন ১ কোটি ১৬ লক্ষ টাকার ঋণ কীভাবে?' বকলমে সংস্থা নিয়ন্ত্রণ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ, দাবি শঙ্কুদেব পন্ডার। সাংবাদিক বৈঠকে কেন একটাও নথি দেখাতে পারেন নি? প্রশ্ন শঙ্কুদেব পণ্ডার
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News