Shantiniketan News: মহারাষ্ট্রের 'বন্দেমাতরম' শান্তিনিকেতনে, লক্ষ্য সাংস্কৃতিক সম্পর্কের মজবুত করা
Continues below advertisement
বাংলা থেকে মহারাষ্ট্র, দুরত্বটা দেড় হাজার কিলোমিটারেরও বেশি। কিন্তু সেই দূরত্ব ঘুঁচিয়ে দিল 'বন্দেমাতরম'। 'বন্দেমাতরম' হল মহারাষ্ট্রের একটি সংস্থা। যারা স্বাধীনতা সংগ্রামীদের লক্ষ্য়, লড়াই এবং বক্তব্য যুবসমাজের কাছে পৌঁছে দেয়। এই সংস্থার তরফে শুক্রবার ২৮ জন ছাত্রছাত্রী পৌঁছে গিয়েছিলেন শান্তিনিকেতনে। স্বাধীনতার সংগ্রামে যে রাজ্যগুলি অগ্রণী ভূমিকা নিয়েছিল, তার মধ্যে প্রথম সারিতে ছিল বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব। আর এইসব রাজ্যের স্বাধীনতা সংগ্রামীগের বীর গাথাই যুবসমাজের কাছে পৌঁছে দিতে উদ্যোগী বন্দেমাতরম। মহারাষ্ট্র-বাংলা মৈত্রী পর্বের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বাংলা ও মহারাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা।
Continues below advertisement