Siliguri News: চাঁদা না দেওয়ায় মারধর, মৃত্যু। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আলোর উৎসবের মধ্যেই আরও এক বিষাদের ঘটনা। এবার ঘটনাস্থল শিলিগুড়ি। চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে পিটিয়ে খুনের ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেল ! অভিযোগ, এক ব্যক্তির কাছে ৫০০ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কিন্তু, তা না মেলায় হামলা চালায় দুষ্কৃতীরা। দাবিমতো চাঁদা না দেওয়ায় প্রায় ৮ জন দুষ্কৃতী হামলা চালিয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ জহুরীর। পুলিশ সূত্রে দাবি, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি। এনিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অভিযুক্তরা এখনও অধরা। ৩৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এটি শিলিগুড়ি পুরসভার একেবারে প্রান্তিক এলাকা। রাত সাড়ে ৮টা নাগাদ মহম্মদ জহুরী বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় ৮ থেকে ১০ জন আসে। ৫০০ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে হবে বলে জোর করে তারা। অভিযোগ, তা না দিতে চাওয়ায় তাদের  মধ্যে ঝগড়া শুরু হয়। তারমধ্যেই মারধর, লাথি, ঘুষি। এরপর আহত অবস্থায় মহম্মদ জহুরীকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের বয়স ৫৫। তিনি আঘাত সহ্য করতে পারেননি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram