South 24 Parganas:জয়ী বিরোধী প্রার্থীদের ভাড়াবাড়ি থেকে অপহরণ ও জোর করে আটকে রেখে মুচলেকা ! ABP Ananda Live
Continues below advertisement
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে টানটান উত্তেজনা। এই পঞ্চায়েতেরই চার জয়ী বিরোধী প্রার্থীকে ভাড়াবাড়ি থেকে অপহরণ ও জোর করে আটকে রেখে মুচলেকা দেওয়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির ৩ ও সিপিএম সমর্থিত এক নির্দল প্রার্থী। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় আজ বোর্ড গঠনে ভোটাভুটিতে অংশ নেবেন চার বিরোধী প্রার্থী। মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫। তৃণমূল ৪, বিজেপি ৬, সিপিএম ৩ এবং নির্দল ২টি আসনে জেতে। বোর্ড গঠনের আগে ১১ জন বিরোধী প্রার্থী বিজেপির জয়ী প্রার্থী অনুপ মিস্ত্রির বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই আজ পঞ্চায়েত অফিসে যাবেন তাঁরা।
Continues below advertisement
Tags :
Kidnap Bangla News ABP Anada ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Westbengal Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS