South Dinajpur News: তপনে খুন গৃহবধূ, ঘটনায় কী বললেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার? ABP Ananda Live
ABP Ananda LIVE: দক্ষিণ দিনাজপুরে তপনে গৃহবধূকে নৃশংস খুন। খুনের পর ট্রাক্টরের রোটারে দেহ ছিন্ন-বিচ্ছিন্ন করে মিশিয়ে দেওয়া হয় চাষের জমিতে! ১৮ জুন থেকে নিখোঁজ তপনের রামচন্দ্রপুরের বাসিন্দা সুলেখা খাতুন। ২১ জুন তপনের রাখালচন্দ্রপুরে চাষের জমি থেকে বেশকিছু দেহাংশ, জুতো উদ্ধার। ঘটনায় কী বললেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার? : প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড অমিত আনন্দর ফ্ল্যাটে মিলল বেশ কিছু ব্যাঙ্কেরএটিএম কার্ড। অমিত আনন্দর ফ্ল্যাটে মিলেছে বেশ কিছু ব্যাঙ্কের পাসবুকও। অ্য়াকাউন্ট নম্বর লেখা বেশ কিছু চেকও মিলেছে অমিত আনন্দর ফ্ল্যাটে, খবর সূত্রের। মিলেছে প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, অ্যাডমিট কার্ড। উল্লেখ্য়, প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে জোর সিবিআইয়ের। বিহারের পাটনা ও ঝাড়কণ্ডের দেওঘরে ধৃতদের আজ আদালতে পেশ। মোট ১৯ জন অভিযুক্তকে আজ পেশ করা হবে আদালতে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এনটিএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।