Speed News: রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১।Bangla News

Continues below advertisement

SSC Update:SSC মামলার দুর্নীতির দায় নিয়ে ফিরহাদের পালটা কুণাল।

Mograhat:মগরাহাটে জোড়া খুনের পর, প্রায় ২৪ ঘণ্টা পার। এখনও অধরা অভিযুক্তরা। সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও তাঁর বন্ধু বস্ত্র ব্যবসায়ী মলয় মাখালকে গুলি করে, কুপিয়ে খুনের ঘটনায় ৬ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

Birbhum Violence: রামপুরহাট হত্যাকান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১।১।রামপুরহাট থেকেই গ্রেফতার, খবর সূত্রের।প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে গ্রেফতার।

Birbhum Violence:২১ মার্চ রাতে ঠিক কী ঘটেছিল বগটুই গ্রামে? তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর কারা একের পর এক বাড়িতে আগুন লাগিয়েছিল? উত্তরের সন্ধানে বগটুই গ্রামে গিয়ে মিহিলাল শেখ-সহ স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিবিআই অফিসাররা। রেকর্ড করা হয় তাঁদের বয়ান।

Jhalda:ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ক্লোজ হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। সূত্রের খবর, খুনের দিন ঘটনাস্থলের অদূরেই ছিল ঝালদা থানার আরটি ভ্যান। অভিযোগ, গুলি চলার খবর পেয়েও পুলিশ সেখানে যায়নি। উল্টে কয়েকজন পুলিশ কর্মী ঘটনাস্থলে যেতে চাওয়ায় এসআই অণিমা অধিকারী তাঁদের শাসান বলে অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram