Sujan Chakraborty: 'পিসি-ভাইপোর কোম্পানিতে দল আর ব্যক্তির ফারাক কী আছে?', কটাক্ষ সুজনের | Bangla News

Continues below advertisement

অভিষেকের বক্তব্যই দলের বক্তব্য। কিন্তু অভিষেকের বিবৃতির আগেই পুরভোট ও গঙ্গাসাগরের দিন ঠিক হয়। ফলে অভিষেকের পরামর্শ হঠাৎ করে বাস্তবায়ন সম্ভব ছিল না। এরপরে কোনও মন্তব্য করলে দলকে শুনতে হবে, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy)। সংক্রমণ রুখতে দুই মাস সমস্তকিছু বন্ধ রাখা উচিত, কয়েকদিন আগেই এই মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সৌগত রায় যোগ করেন, "অভিষেক একা বলেননি। সুখেন্দু শেখরের সমর্থনে বলেছেন। কাল দলের আরও তিন নেতা এর পক্ষে ট্যুইট করেছে। এপ্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কটাক্ষ করে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সেটি যে দলেরও মত তা বলতে সৌগত রায়কে চারদিন সময় নিতে হল। ওঁদের দলের আবার দল আর ব্যক্তির ফারাক কী আছে? ওটা তো পিসি-ভাইপোর কোম্পানি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram