Suvendu Adhikari: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের লাঠিচার্জের অভিযোগ, FIR দায়ের করলেন শুভেন্দু
Continues below advertisement
গতকাল যাদবপুরকাণ্ডে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী
সেখান থেকে এইট বি বাসস্ট্যান্ডের দিকে এগনোর সময় রক্তারক্তি কাণ্ড বাধে
৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন
শুভেন্দুর সঙ্গে থাকা
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ
সেই ঘটনায় এফআইআর করলেন শুভেনদু অধিকারী
সোশাল মিডিয়ায় কড়া আক্রমণও শানিয়েছেন বিরোধী দলনেতা
অতি বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠনের ভন্ডামি তুলে ধরেছি বলে তাদের বিষয়টা পছন্দ হয়নি, অভিযোগ শুভেন্দুর
এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশবিরোধী ও অসামাজিক কাজের আখড়া বানিয়ে তুলেছে, দাবি শুভেন্দুর
Continues below advertisement
Tags :
Jadavpur University DISTRICT SUVENDU ADHIKARI Jadavpur University Student Death JU Student Death