Tamluk News: ১৯৮টি গরুর দায়িত্ব সামলাতে হিমশিম অবস্থা তমলুক থানার পুলিশের। ABP Ananda Live
West Bengal News: পাচারের আগে উদ্ধার হওয়া ১৯৮টি গরুর দায়িত্ব সামলাতে এখন হিমশিম খাচ্চে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। দ্রুত যাতে গরু গুলিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় তার জন্য জেলা পুলিশের তরফে ফের প্রাণীসম্পদ দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে প্রাণীসম্পদ দফতরের তরফেও।
হাতি পোষার বিপুল খরচ নিয়ে তো লোকশ্রুতিই আছে। কিন্তু, গরু পোষার খরচও যে নেহাত কম নয়, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তমলুক থানার পুলিশ। পাচারের আগে উদ্ধার হওয়া ১৯৮টি গরু নিয়ে এখন বেসামাল তারা। রাখা, খাওয়া, দেখভালের দায়িত্ব সামলাতে নাভিশ্বাস উঠছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে, তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে ১৯৮টি গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৬টি গাড়িতে করে এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর ২৪ পরগনায়।