Gardenreach Building Collapse: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করল হোমিসাইড শাখা। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করল কলকাতা গোয়েন্দা পুলিশের (Kolkata Police) হোমিসাইড শাখা (homicide unit)। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে, কী গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই উদ্ধারকাজ শেষ করেছে NDRF। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। ABP Ananda Live
Continues below advertisement