Kunal On Ravishankar: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও ওরা হারে, রবিশঙ্করকে জবাব কুণালের

Continues below advertisement

"রবিশঙ্কর প্রসাদের সর্বপ্রথম মেনে নেওয়া উচিত, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও তারা হারে।" কটাক্ষ কুণাল ঘোষের। প্রসঙ্গত, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আসানসোলের প্রতি বুথে সিআরপিএফ নিয়োগ করা হোক। আসানসোলে উপনির্বাচনের প্রচারে এসে এই দাবি জানান রবিশঙ্কর প্রসাদ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram