Cooch Behar: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ সিতাই-এর তৃণমূল বিধায়কের

Continues below advertisement

অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ সিতাই-এর তৃণমূল বিধায়কের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা অনন্ত মহারাজ। তাঁর সঙ্গে  সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। কিছুদিন আগে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দেখা করেন অনন্ত মহারাজের সঙ্গে।ফলে অনন্ত মহারাজ এখন তৃণমূলের দিকে ঝুঁকছেন কিনা, এমন প্রশ্ন দেখা দিয়েছে। 

এদিনের সাক্ষাৎকার সম্পর্কে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া বলেছেন, ‘অনন্ত মহারাজ পূর্ব পরিচিত, তাই এই সৌজন্য সাক্ষাৎ।’ তিনি বলেছেন, অনন্ত মহারাজ গোসানিমারির কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন। সে কথা শুনে সেখানে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন তিনি। এরসঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। রাজনীতির কোনও কথা হয়নি। 

তৃণমূল বিধায়কের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অনন্ত মহারাজের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। উল্লেখ্য অনন্ত মহারাজের নেতৃত্বাধীন গোষ্ঠী বেশ কয়েক বছর ধরেই বিজেপিকে সমর্থন করে আসছে। বিগত লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও তাঁরা বিজেপির পাশে ছিলেন। তাঁকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও দেখা গিয়েছে। এবারের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। এরপর তৃণমূল নেতাদের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে। 

মালিকানা হস্তান্তরের জেরে আইনি জটিলতায় এক চা বাগানের পরিচালককে গ্রেফতারের প্রতিবাদে রণক্ষেত্রর চেহারা নিল আলিপুরদুয়ার। রবিবার সন্ধ্যায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে কোহিনূর চা বাগানে। ক্ষিপ্ত শ্রমিকরা চা বাগানের বর্তমান পরিচালক ওমপ্রকাশ আগরওয়ালের গ্রেফতারির প্রতিবাদে শামুকতলা থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট থানায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রাত ১০-টা নাগাদ পুলিশ লাঠিচার্জ করার চেষ্টা করলে, পাল্টা আক্রমণ শুরু করে শ্রমিকরা। চতুর্দিক ঘিরে থানা লক্ষ্য করে প্রবল ইটবৃষ্টি শুরু করে ক্ষিপ্ত চা বাগান শ্রমিকরা। পাল্টা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সূত্রের খবর, আনুমানিক ২৫টি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। শামুকতলা থানা চত্বর প্রায় রণক্ষেত্রর চেহারা নেয়। ইটবৃষ্টির হাত থেকে বাঁচতে পুলিশকে থানার পেছনেও আশ্রয় নিতে দেখা যায়।

গাড়িতে কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং কমিশনের ভুয়ো বোর্ড লাগানোর অভিযোগ, গ্রেফতার উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান। ধৃত ওই ব্যক্তির নাম বেঞ্জামিন হেমব্রম। তিনি হেমতাবাদ হাইস্কুলের ইংরেজির শিক্ষক। ২০১৫ সালের উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হন তিনি। ২০১৬ সালে দুর্নীতির অভিযোগে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রবিবার বেঞ্জামিন হেমব্রমকে আটক করে পুলিশ। তদন্তকারীদের দাবি, গাড়িতে ভারত সরকারের নকল বোর্ড লাগিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেন তিনি। এমনকি, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। নকল বোর্ড নিয়ে প্রশ্ন করা হলে সদুত্তর দেননি তিনি।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram