Sayantika Banerjee Oath Contro: শপথগ্রহন নিয়ে সংঘাত, ফের অবস্থানে বসবেন সায়ন্তিকা-রেয়াত।

Continues below advertisement

West Bengal By Election 2024: শপথগ্রহন নিয়ে সংঘাত, ফের অবস্থানে বসবেন সায়ন্তিকা-রেয়াত। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহণ ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। যত সময় যাচ্ছে সেই সংঘাত আরও তীব্র হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দের (CV Ananda Bose) অপেক্ষায় এবার বিধানসভার সিঁড়িতে কার্যত ধর্নায় বসলেন বরানগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা থেকে জয়ী রেয়াত হোসেন। রাজ্যপাল এসে বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করান বলে দাবি তুলেছেন তাঁরা। (West Bengal Assembly) বিকেল ৪টে পর্যন্ত সেখানেই থাকবেনবলে জানিয়েছেন। বুধবার বিধানসভায় ঢোকার মুখে সিঁড়ির উপর প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায় সায়ন্তিকা এবং রেয়াতকে। হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'শপথগ্রহণের জন্য রাজ্যপালের পৌঁছনোর অপেক্ষা করছি'। এ নিয়ে প্রশ্ন করলে রেয়াত বলেন, "মাননীয় রাজ্যপালকে আবেদন জানিয়েছি, যাতে বিধানসভায় শপথগ্রহণের ব্যবস্থা করেন উনি।" সায়ন্তিকা জানান, তাঁর কপালটাই খারাপ। তাই একমাস হতে চললেও এখনও শপথ নিতে পারছেন না।(Sayantika Banerjee)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram