TMC News: দলের প্যাডে লেখা চিঠি, ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
ABP Ananda Live: দলের প্যাডে চিঠি লিখে টেক্সটাইল কারখানার মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্তমানে তিনি রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। তৃণমূলের প্যাডে লেখা কয়েক বছরের পুরনো চিঠি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। ভুয়ো লেটার প্যাড ও চিঠি ভাইরাল করেছে দলেরই একাংশ, গোষ্ঠীকোন্দলের কথা প্রকাশ্যে জানিয়েছেন রিষড়া পুরসভার উপ পুরপ্রধান জাহিদ হাসান খান। অস্বস্তি ঢাকতে তৃণমূল নেতৃত্ব চিঠি ভাইরাল হওয়ার পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে। তৃণমূল গোটা রাজ্যেই তোলা-সংস্কৃতি চালু করেছে, পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির।
আরও খবর, পুলিশ সূত্রে দাবি, সুশান্তকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বিহারের কুখ্য়াত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্য়াংকে। সেই মতো গ্য়াংয়ের চার সদস্য় কলকাতায় আসে।
অপারেশনের আগে তাদের হাতে পৌঁছে যায় আগ্নেয়াস্ত্র। গ্য়াং মেম্বারদের নম্বর মোবাইলে অন্য় নামে সেভ করে, কোড ল্য়াঙ্গোয়েজে কথা বলত তারা। পাপ্পু চৌধুরী গ্য়াংয়ের সদস্য়দের একাধিক ক্রাইম রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাত এবং বাংলা, এই ৫টি রাজ্যে ওই দুষকৃতীর নেটওয়ার্ক রয়েছে।