TMC Inner Clash: পদ গেল অভিষেকের হয়ে ব্যাটিং করা তৃণমূলের ২ শিক্ষক নেতার, মুখ খুললেন হুমায়ুন।

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর ইস্য়ু হোক কিম্বা জহর সরকারের সাংসদ-পদ ছাড়া। এর আগেও বিভিন্ন সময়, বিভিন্ন ইস্য়ুতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পক্ষে পোস্ট করেছে তৃণমূলের একাংশ। এবার সোশাল মিডিয়ায় সরব হওয়া দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল। আর এই আবহেই আবার ঘুরিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেছেন, নেতার নামে জিন্দাবাদ, নেত্রীর নামে জয়ধ্বনি, এটা অভিষেকের ক্ষেত্রেও প্রযোজ্য। তাঁদের নামে জয় ধ্বনি দিলে যদি শাস্তি নেমে আসে, তাহলে কোথায় যাব!

অশান্ত বাংলাদেশে এখনও আক্রান্ত হচ্ছে হিন্দুরা। প্রতিদিনই সামনে আসছে কোনও না কোনও ঘটনা। এই প্রেক্ষাপটে একবারে সংসদে দাঁড়িয়ে শিউড়ে ওঠার মতো তথ্য় দিল মোদি সরকার। একটি প্রশ্নের লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, এবছর ৮ ডিসেম্বর অবধি, বাংলাদেশে হিনদু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলার ২ হাজার ২০০টি ঘটনা ঘটেছে। পদ্মাপাড়ে হিনদুদের ওপর হামলা নতুন ঘটনা নয়। কিন্তু, এবারের পরিস্থিতি কতটা মারাত্মক, সেটা পরিষ্কার হয়ে যায়, গত কয়েকবছরের পরিসংখ্য়ান পাশাপাশি রাখলেই।

বিদেশ প্রতিমন্ত্রীর লিখিত উত্তরেই দেখা গেছে, ২০২২-এ বাংলাদেশে হিন্দু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলা ঘটনা ঘটেছিল ৪৭টি। ২০২৩-এ ৩০২টি। এবার ৮ ডিসেম্বর অবধি সেই সংখ্য়া পৌঁছে গেছে ২ হাজার ২০০-তে। বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য় অনুযায়ী, হিনদু-সহ সংখ্য়ালঘুদের ওপর হামলার ঘটনার নিরিখে পাকিস্তানকেও ছাপিয়ে গেছে বাংলাদেশ। এবছর অক্টোবর অবধি পাকিস্তানে সংখ্য়ালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে ১১২টি। আর বাংলাদেশে ৮ ডিসেম্বর অবধি সেই সংখ্য়াটা ২ হাজার ২০০।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram