Tmc News: দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি। বহিষ্কৃত তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতিও। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার। দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে ২ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। জানালেন তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ব্রাত্য বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত মণিশঙ্কর মণ্ডল। লোকসভায় তৃণমূলের বিপুল জয়ের পর 'গেমচেঞ্জার দাদা' বলে পোস্টার লাগান মণিশঙ্কর। আর জি করকাণ্ডের প্রতিবাদে জহর সরকার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর বলিষ্ঠ সরকার গঠনের লক্ষ্যে অভিষেককে সরকারে যুক্তের দাবি। বিভিন্ন গণমাধ্যমে দাবি জানান মণিশঙ্কর মণ্ডল। ভাল চোখে নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সূত্রের খবর। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে বহিষ্কারের সিদ্ধান্ত ব্রাত্য বসুর, সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা চাওয়ার অভিযোগ, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস।
আরও খবর...
তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ । তোলাবাজির অভিযোগ, বড়বাজারের যুব তৃণমূল নেতা সাসপেন্ড পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার । যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে পদ থেকে সরাল দল । দল বিরোধী কাজের অভিযোগ, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক সাসপেন্ড । ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ । '৬ লক্ষের বিনিময়ে মামলার নিষ্পত্তির আশ্বাস যুব তৃণমূল নেতার' । ৬ লক্ষের দাবি, যুব তৃণমূল নেতাকে আড়াই লক্ষ দেওয়ার দাবি ব্যবসায়ীর । 'বড়বাজারে তারাসুন্দরী পার্কে টাকা নিতে নিজের অফিসে ডাকেন তরুণ তিওয়ারি' । অভিষেকের নাম করে ভয় দেখান তরুণ তিওয়ারি, অভিযোগ ব্যবসায়ীর । পোস্তা থানায় যুব তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের ব্যবসায়ীর । 'অফিসে এসেছিল টাকাও দিয়েছিল, আমি নিইনি, আইনজীবী নিয়েছিল' । পরে জানা যায় ব্যবসায়ী প্রতারক, তখন টাকা ফেরত দিয়ে দিই' । ফাঁসানোর পাল্টা দাবি সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারির