TMC: কোচবিহারে তুঙ্গে পার্থপ্রতিম-গিরীন্দ্রনাথ তরজা, 'দল কারও একা নয়', দাবি জেলার TMC নেতার ।Bangla News
Continues below advertisement
কোচবিহারে তৃণমূলের আশান্তি অব্যহত। কোচবিহারে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthapratim Roy) বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের (TMC) জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। এই প্রসঙ্গে তৃণমূল জেলার কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, “এই সব মন্তব্য না করে, কোর কমিটির মিটিং-এ গিরীনবাবুকে বলব সেখানে যেন বলে। দলটা এককভাবে কারও না, সবাইকে নিয়েই চলতে হবে।”
Continues below advertisement
Tags :
TMC ABP Ananda Cooch Behar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল কোচবিহার তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবিপি আনন্দ