TMC: কোচবিহারে তুঙ্গে পার্থপ্রতিম-গিরীন্দ্রনাথ তরজা, 'দল কারও একা নয়', দাবি জেলার TMC নেতার ।Bangla News

Continues below advertisement

কোচবিহারে তৃণমূলের আশান্তি অব্যহত। কোচবিহারে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthapratim Roy) বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের (TMC) জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। এই প্রসঙ্গে তৃণমূল জেলার কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, “এই সব মন্তব্য না করে, কোর কমিটির মিটিং-এ গিরীনবাবুকে বলব সেখানে যেন বলে। দলটা এককভাবে কারও না, সবাইকে নিয়েই চলতে হবে।”

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram