TMC: ‘ভোটে জিতে গেলে আমাদের লেজ বেরিয়ে যায়’, দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা তালডাংরার তৃণমূল বিধায়কের। Bangla News

Continues below advertisement

নারায়ণ গোস্বামীর পর এবার অরূপ চক্রবর্তী, পুরভোটের মুখে ফের টিকিট পাওয়া নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন আরও একজন তৃণমূল বিধায়ক।

রবিবার কলকাতায় পুরভোট। কিন্তু রাজ্যের শতাধিক পুরসভায় বকেয়া ভোট কবে হবে, তা এখনও ঠিক হয়নি। এই প্রেক্ষাপটে এক কর্মিসভায় তালডাংরার তৃণমূল বিধায়ক সর্তক করে বললেন, মানুষ চাইলে তবেই টিকিট দেবে দল। ভোটে জেতার পর অনেকে মানুষের থেকে দূরে সরে যান বলেও মন্তব্য করেন অরূপ চক্রবর্তী।

এক সপ্তাহ আগে একই হুঁশিয়ারি সুর শোনা গিয়েছিল উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর গলায়। এবার দলীয় নেতা-কর্মীদের এই বার্তা দিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। 

গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ১২টি আসনে বিজেপি জিতেছে আটটিতে, তৃণমূল মাত্র চারটিতে। বিজেপির হয়ে জিতেও, তৃণমূলে ফিরে এসেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তবে বিধানসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে, বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। ৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। দলের নেতা-কর্মীদের জনসংযোগের অভাবের কারণেই খারাপ ফল বলে মনে করছেন তালডাংরার বিধায়ক।

তৃণমূল এবার প্রার্থী বাছাই নিয়ে সচেতন। অন্যদিকে, জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। সবমিলিয়ে পুরভোটের আগে সরগরম বাঁকুড়ার রাজনীতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram