Vaccine on Boat: প্রত্যন্ত এলাকায় এবার নৌকায় টিকাকরণের উদ্যোগ

Continues below advertisement

এবার নৌকায় ভ্যাকসিনেশন। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা প্রশাসনের উদ্যোগে চালু হল ভ্যাকসিন অন বোট (Vaccine on Boat) পরিষেবা। ভ্যাকসিন পাওয়ার আশায় স্বস্তিতে বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, সবাইকে ভ্যাকসিন দিতে প্রয়োজনে নৌকার সংখ্যা আরও বাড়ানো হবে।  মাসখানেক আগেই তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস!  ত্রাণশিবিরে একসঙ্গে গাদাগাদি করে থাকতে হয়েছে দীর্ঘদিন। এমনকি, এখনও অনেকেই ফিরতে পারেননি বাড়িতে! এই পরিস্থিতিতে নতুন ব্যবস্থায় খুশি মানুষ।

ভ্যাকসিন-হয়রানির অভিযোগ ঘিরে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ক্ষোভ। ভ্যাকসিন নেওয়ার জন্য সবং গ্রামীণ হাসপাতালে রাত থেকে লম্বা লাইন দেখা যায়। কেউ মশারি টাঙিয়ে হাসপাতালেই শুয়ে পড়েছিলেন, কেউ আবার রাত কাটিয়েছেন গাছের নিচে। টিকা পাওয়ার আশায় শিকেয় ওঠে দূরত্ব বিধি। অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্ত্বেও মানুষকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। আধিকারিকদের দাবি, চাহিদার তুলনায় জোগান কম থাকায় সমস্যা হচ্ছে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram