Visva Bharati: বিশ্বভারতীতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, পরীক্ষা

Continues below advertisement

করোনা আবহে বিশ্বভারতীতে (Visva Bharat) মাধ্যমিক (Madhyamik )ও উচ্চমাধ্যমিক (Higher Secondary)পরীক্ষা হবে। গোটাটাই হবে অনলাইনে। গতকাল বিশ্বভারতীর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-এর পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে। তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে, জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। করোনাকালে দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই প্রেক্ষিতে বিশ্বভারতীতেও দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিলের জন্য ইমেলে আবেদন জানিয়েছিল পড়ুয়াদের একাংশ। সেই আবেদন খারিজ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram