WB Politics: উপনির্বাচনের আগে ফের উত্তপ্ত দিনহাটা, BJP প্রার্থীকে 'গো ব্যাক' স্লোগান | Bangla News
উপনির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। আজ বিজেপি প্রার্থী ও নাটাবাড়ির বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। মানুষ তৃণমূলকে শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
এদিকে, দিনহাটায় বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের দেওয়া রিপোর্ট পাঠানো হল জাতীয় নির্বাচন কমিশনের দফতরে। ওই এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দিনহাটায় উপনির্বাচনে সবচেয়ে বেশি ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি, 'অল্প হলেও করোনা সংক্রমণ বাড়ছে কলকাতা ও কয়েকটি জেলায়', এই অবস্থায় জেলাশাসকদের পদক্ষেপ করার নির্দেশ দিলেন মুখ্যসচিব। "কোনওভাবেই করোনা পরীক্ষার সঙ্গে সমঝোতা নয়। বাড়াতে হবে করোনা পরীক্ষা। গ্রামীণ এলাকায় করোনা ভ্যাকসিনেশন আরও বাড়াতে হবে', জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের।
প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ বাড়ল, কমল মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৬ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সবচেয়ে বেশি সংক্রমণ কলকাতাতেই। তারপরেই উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৮৩ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১০৬ জন।