WB News: কালীপুজোর চাঁদার নামে তোলাবাজি, যুব তৃণমূল নেতা আটক হতেই মারধর পুলিশকে

Continues below advertisement

ABP Ananda Live: কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগে যুব তৃণমূল নেতাকে থানায় তুলে আনায় পুলিশকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূল নেতাদের বিরুদ্ধে। থানার মধ্যেই দুই অফিসারকে মেরে লক আপ থেকে অভিযুক্তকে বের করে নিয়ে যান ক্যানিং ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু। এই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। 

আরও খবর, কদিন আগে আত্মপ্রকাশ করা, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য়রাই থ্রেট কালচারের মাথা। এমনই অভিযোগ তুলেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা, অর্থাত জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সুর চড়িয়ে, তাদের ক্রিমিনাল বলল, তৃণমূলপন্থী সংগঠন, প্রোগ্রেসিভ জুনিয়ক ডক্টরর্স অ্য়াসোসিয়েশন। অনিকেত-কিঞ্জল-দেবাশিসদের সংগঠনের তরফে আমন্ত্রণ পেলে, কালকের CGO কমপ্লেক্স অভিযানে তারা যোগ দেবে বলেও ঘোষণা করেছে, প্রোগ্রেসিভ জুনিয়ক ডক্টরর্স অ্য়াসোসিয়েশন। যদিও তাদের গুরুত্ব দিতে নারাজ আন্দোলনকারীরা। এই আবহে, গতকাল আর জি করকাণ্ড নিয়ে মুখ খোলায়, এবার অভিনেত্রী বিদ্য়া বালানকে তীব্র কটাক্ষ করল তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram