Sujan Chakraborty: 'টুকে চলাটা বিজেপির অভ্যাস' কোন প্রসঙ্গে এই মন্তব্য সুজনের?

Continues below advertisement

ABP Ananda Live: সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী।  কিন্তু তিনি এত নকল করেন কেন সেটা বুঝি না।  আমরা তো বহুদিন ধরে বলে আসছি পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা চালাচ্ছে পুলিশ। কেন্দ্রের মন্ত্রী।  কিন্তু তিনি এত নকল করেন সেটা বুঝি না।  আমরা তো বহুদিন ধরে বলে আসছি পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা চালাচ্ছে পুলিশ। 'উর্দি ছেড়ে ঝান্ডা ধরো' এটা তো মানুষের স্লোগান।  কবে থেকে বলে আসছি আমরা।  বিজেপি এতদিন বুঝতে পারেনি। এখন বুঝতে পেরে টুকলিফাই করছে। বিজেপির টুকলি করা অভ্যাস আছে একটু। বিজেপিকে কটাক্ষ সুজন চক্রবর্তীর । 

আরও খবর, এবার নন্দীগ্রামে বিরোধী দলনেতার গড়েই বিজেপির কোন্দল প্রকাশ্যে এল। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা। সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রধান দীনবন্ধু মণ্ডল। পাল্টা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন পঞ্চায়েত সচিব নীলকমল দাস। গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। বিজেপি প্রধানকে গ্রেফতার নয় কেন, এই প্রশ্ন তুলে গতকাল থানায় যান তাঁরই দলের নেতারাই। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram